পেট্রোল ইন্সপেক্টরের পিস্তলের গুলিতে ফাঁড়ি ইনচার্জ আহত
রাজধানীতে পেট্রোল ইন্সপেক্টর (টিআই) এর পিস্তলের গুলিতে পুলিশের একজন উপ-পরিদর্শক আহত হয়েছেন। গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার নাম ওবায়দুর রহমান। তিনি সার্জেন্ট আহাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ভেতরে ঘটনাটি ঘটেছে।
মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার শিবলি জানান, পেট্রোল ইন্সপেক্টরের অসতর্কতার কারণে মিস ফায়ারিংয়ের ঘটনায় ওবায়দুর গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তার এক পায়ের মাংস ভেদ করে অন্য পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কাজী সাইফুল ইসলাম তার পিস্তলের ম্যাগাজিন খুলে পুনরায় ‘কক’ করতে যান। তখনই মিস ফায়ারিংয়ের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Comments