‘আমি কি মেসির ভক্ত? অবশ্যই’
রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফুটবল ক্লাব বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে পিএসভি আইন্দহোভেন। এ ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন দলের উরুগুইয়ান তারকা গ্যাস্টন পেরেইরো। আর কারণও জানালেন তিনি। বার্সার সেরা তারকা লিওনেল বড় মেসির ভক্তই যে এ খেলোয়াড়।
ফিলিপ স্তাদিওতে বার্সার মুখোমুখি হতে প্রস্তুত পিএসভি। নিজেদের মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আসেন পেরেইরা। ম্যাচ নিয়ে তার উচ্ছ্বাস দেখেই এক সাংবাদিক প্রশ্ন করেন তিনি কি মেসির ভক্ত কিনা। উত্তরে পেরেইরা বলেন, ‘আমি কি মেসির ভক্ত? অবশ্যই। এবং আমি খুবই উচ্ছ্বসিত তার বিপক্ষে খেলতে পেরে।’
তবে মেসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ন্যু ক্যাম্পের স্মৃতিটা ভালো নয় পেরেইরার। ৪-০ গোলের বড় ব্যবধানেই হেরেছিল তারা। সে ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন মেসি। খুব কাছ থেকেই তা দেখেছেন পেরেইরা। তাই উচ্ছ্বাসটা গোপন রাখতে পারেননি তিনি, ‘সে দারুণ একজন খেলোয়াড়। তার বিপক্ষে অবশ্যই সতর্ক থাকতে হবে। মেসি গোল করার আগ পর্যন্ত ন্যু ক্যাম্পে আমরা ভালোই খেলছিলাম।’
মেসির বার্সেলোনার বিপক্ষে খেলা তাই অনেকটা স্বপ্নের মতোই পেরেইরার। তবে তাদের বিপক্ষে এবার জয়ের জন্য মাঠে নামবেন বলে জানান এ খেলোয়াড়, ‘আমি খুব ভালো অনুভব করছি। বার্সেলোনার বিপক্ষে খেলা আমার জন্য অনেকটা স্বপ্নের মতোই। তারা সবসময়ই দারুণ একটি দল। তবে এ ম্যাচে আমরা জয়ের দিকেই মনোযোগ দিচ্ছি।’
চলতি চ্যাম্পিয়ন্স লিগে সবার আগেই নকআউট পর্ব নিশ্চিত করে বার্সেলোনা। এদিন পিএসভির বিপক্ষে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাবে তাদের। বি গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে আগেই বিদায় নেওয়া পিএসভির সংগ্রহ মাত্র ১।
Comments