আপডেট: প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২৫৯/৫

দিনের শুরুতে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন অভিষিক্ত সাদমান ইসলাম। এরপর অধিনায়ক সাকিব আল হাসানের দারুণ প্রতিরোধ। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ফলে প্রথম দিনটা খারাপ যায়নি টাইগারদের। ৫ উইকেটে ২৫৯ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ।

দিনের শুরুতে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন অভিষিক্ত সাদমান ইসলাম। এরপর অধিনায়ক সাকিব আল হাসানের দারুণ প্রতিরোধ। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ফলে প্রথম দিনটা খারাপ যায়নি টাইগারদের। ৫ উইকেটে ২৫৯ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ।

এদিন নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেছেন সাকিব। কিছুটা আক্রমণাত্মক খেলতে পছন্দ করা এ ব্যাটসম্যান পুরোটাই ছিলেন খোলসে। মূলত বলের মেধা যাচাই করে খেলেই ইনিংসের মেরামত করেছেন। মাহমুদউল্লাহর সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েছেন তিনি।

১১৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন সাকিব। মাত্র ১টি বাউন্ডারি মেরেছেন তিনি। মাহমুদউল্লাহর অপরাজিত আছেন ৩১ রানে। ৫৯ বলে ১টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। উইন্ডিজের দেবেন্দ্র বিশু ৬৯ রানে নিয়েছেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে) 

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৫৯/৫ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, সাকিব ব্যাটিং ৫৫, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ব্যাটিং ৩১; রোচ ১/৩৮, লুইস ১/৩৫, চেজ ১/৬১, ওয়ারিক্যান ০/৪৬, বিশু ২/৬৯, ব্র্যাথওয়েট ০/৮)।

সাকিবের হাফসেঞ্চুরি

ইনজুরি থেকে ফিরে চট্টগ্রাম টেস্টে ভালো বোলিং করলেও ব্যাটিংটা ভালো হয়নি সাকিব আল হাসানের। তবে পরের ম্যাচেই নিজেকে ফিরে পেয়েছেন অধিনায়ক। দারুণ ব্যাটিং করে এ মধ্যেই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। দলের প্রয়োজনে নিজেকে স্বাভাবিক খেলা থেকে বিরত থেকে দায়িত্বশীল ইনিংসে খেলে যাচ্ছেন তিনি। ৯৮ বলে এসেছে তার ফিফটি। যেখানে মাত্র ১টি চার মেরেছেন অধিনায়ক।

৮৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান। ৫০ রানে ব্যাট করছেন সাকিব। মাহমুদউল্লাহ উইকেটে আছেন ২১ রানে।

সাকিব-মাহমুদউল্লাহ জুটিতে পঞ্চাশ

১৯০ রানে ৫ উইকেটে হারানো দলের হাল মাহমুদউল্লাহকে নিয়ে ধরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এর মধ্যেই ৫০ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ দুই ব্যাটসম্যান। ১০১ বলে এ জুটিতে এসেছে পঞ্চাশ রান।

লুইসের বলে বোল্ড মুশফিক

টেস্টে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না মুশফিকুর রহীম। শেরমন লুইসের বলটি রক্ষণাত্মক ঢঙেই খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু লাইন মিস করে বোল্ড হয়ে যান এ ব্যাটসম্যান। ২৪ বলে ১৪ রান করেছেন তিনি।

৬৮ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ১৯২ রান। ১৯ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান। নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করছেন ১ রানে।

টেস্টে মুশফিকের চার হাজার রান

৮ রান হলেই পৌঁছাবেন চার হাজার রানের মাইলফলকে। এমন পরিসংখ্যান নিয়েই মাঠে নেমেছিলেন মুশফিকুর রহীম। আর তা করতে ১৮ বল লেগেছে এ ক্রিকেটারের। দেবেন্দ্র বিশুর বলে পয়েন্টে ঠেলে দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন্তিনি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রান করলেন তিনি।

৬৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮১ রান। সাকিব আল হাসান ১৫ ও মুশফিক ৮ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় সেশনে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। লাঞ্চের পড়ে অভিষিক্ত সাদমান ইসলামের সঙ্গে মোহাম্মদ মিঠুনের ৬৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিল টাইগাররা। তবে এ দুইজন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন লেগস্পিনার দেবেন্দ্র বিশু।

চা বিরতির আগে ৬৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৫ রান। ১৩ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক সাকিব আল হাসান। মুশফিকুর রহীম উইকেটে আছেন ৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩ ওভারে ১৭৫/৪ (সাদমান ব্যাটিং ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, সাকিব ব্যাটিং ১৩, মুশফিক ব্যাটিং ৪; রোচ ১/৩০, লুইস ০/২৪, চেজ ১/৪৫, ওয়ারিক্যান ০/৩০, বিশু ২/৪০, ব্র্যাথওয়েট ০/৪)। 

সাদমানকেও ফেরালেন বিশু 

মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে ৬৪ রানের জুটি ভাঙার পরের ওভারেই সাদমান ইসলামকে আউট করে দিয়েছেন দেবেন্দ্র বিশু। বিশুর ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিওর ফাঁদে পড়েন এই বাঁহাতি ওপেনার। আউট হওয়ার আগে করেন ১৯৯ বলে ৭৬ রান। অভিষেক টেস্টে কোন বাংলাদেশি ওপেনারের এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে জাভেদ ওমর নিজের অভিষেক টেস্টে দুই ইনিংসে ৬২ ও অপরাজিত ৮৫ রান করেছিলেন। তবে বল খেলায় এগিয়ে সাদমানই। 

৫৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান। ৩ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক সাকিব আল হাসান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মুশফিকুর রহীম।

বিশুর বলে ফিরলেন মিঠুন 

চট্টগ্রামে দুই ইনিংসেই লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর বলে উইকেট ছুঁড়ে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। সেই ধারাবাহিকতাই যেন রাখলেন ঢাকায়। এবার বিশুর বলে পুল করতে গিয়ে লাইন মিস বোল্ড হয়েছেন ২৯ রান করা মিঠুন। মিঠুনের আউটে ভেঙ্গে যায় সাদমানের সঙ্গে তার ৬৪ রানের জুটি। 

৫৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। ৭০ রান নিয়ে ব্যাট করছেন সাদমান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সাদমান-মিঠুন জুটিতে পঞ্চাশ

শুরু থেকেই দারুণ ব্যাট করছেন অভিষিক্ত সাদমান ইসলাম। চার নম্বরে নেমে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। দুই জনই দায়িত্বশীল ব্যাটিং করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। এর মধ্যেই পঞ্চাশ রানের জুটি গড়েছেন তারা। ১০৮ বলে এসেছে এ জুটির পঞ্চাশ রান।

৫২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান। ৬৪ রানে ব্যাট করছেন সাদমান। মিঠুন উইকেটে আছেন ২৪ রানে।

সাদমানের দায়িত্বশীল হাফসেঞ্চুরি

অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। শুরু থেকেই দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে এক প্রান্ত আগলে রেখে ১৪৭ বলে ফিফটি তুলে নেন তিনি। জোমেল ওয়ারিক্যানের বলে সুইপ করে সীমানা পার করেই ফিফটি স্পর্শ করেন তিনি। এ রান তুলতে ৫টি চার মেরেছেন এ ওপেনার।

৪৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। ৫২ রান নিয়ে ব্যাট করছেন সাদমান। মোহাম্মদ মিঠুন উইকেটে আছেন ৮ রানে।

লাঞ্চের আগে উইকেট ছুড়ে এলেন মুমিনুল

৪২ রানে ওপেনিং জুটি ভাঙার পর সাদমানের সঙ্গে দলের হাল ধরেছিলেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি তুলে নেওয়া মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ৪৫ রান যোগ করে ভালো কিছুর ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু এতেই যেন ক্লান্ত হয়ে পড়েন এ ব্যাটসম্যান। ছুড়ে এলেন নিজের উইকেট। লাঞ্চের আগে কেমার রোচের বলে পুল করতে গিয়ে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মুমিনুল।

লাঞ্চের আগে ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান করেছে বাংলাদেশ। ৩৬ রান নিয়ে ব্যাট করছেন সাদমান।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিনের লাঞ্চ পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩.৫ ওভারে ৮৭/২ (সাদমান ব্যাটিং ৩৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯; রোচ ১/১৭, লুইস ০/১৬, চেজ  ১/২১, ওয়ারিক্যান ০/১৮, বিশু ০/১১, ব্র্যাথওয়েট ০/২)।

সৌম্যর বিদায়ে ভাঙল ওপেনিং জুটি

ভালো কিছুই ইঙ্গিতই দিচ্ছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও অভিষিক্ত সাদমান ইসলাম। কিন্তু ৪২ রানের বেশি জুটি গড়তে পারলেন না। সৌম্যর বিদায়ে ভেঙেছে জুটি। রোস্টন চেজের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েছেন শাই হোপের হাতে। ৪২ বল মোকাবেলা করে ১৯ রান করেছেন সৌম্য।

১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান। ২৩ রান নিয়ে ব্যাট করছেন সাদমান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মুমিনুল হক।

বাংলাদেশের সতর্ক শুরু

ইনজুরির কারণে তামিম ইকবাল নেই। নেই আগের টেস্টে খেলা অভিজ্ঞ ইমরুল কায়েসও। টাইগারদের ওপেনিংয়ে তাই দুই অনভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার ও সাদমান ইসলাম। এর মধ্যে সাদমানের তো এ মেচেই অভিষেক। তবে শুরুটা খারাপ করেননি তারা। সতর্কতার সঙ্গে ব্যাট করে চলেছেন তারা।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২০ রান। ১১ রান নিয়ে ব্যাট করছেন সাদমান। সৌম্য সরকার উইকেটে আছেন ৯ রানে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন,  মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম।

Shadman Islam

সাদমানের অভিষেক

স্কোয়াডে দুজন ওপেন করার বিবেচনায় থাকায় অনুমিতভাবেই অভিষেক হয়েছে ওপেনার সাদমান ইসলামের। সাদমানের সঙ্গে একাদশে এসেছেন লিটন দাসও। তবে সৌম্য সরকারের সঙ্গে বাংলাদেশের ইনিংস ওপেন করতে নামবেন সাদমান। এই নিয়ে সর্বশেষ এগারো টেস্টে নয়টি ভিন্ন উদ্বোধনী জুটি খেলালো বাংলাদেশ।

পেসারবিহীন বাংলাদেশ দল

সবচেয়ে বিস্ময়কর হলো স্পিনারদের আধিপত্যে চট্টগ্রাম টেস্ট জেতা বাংলাদেশ মিরপুর টেস্টের একাদশে রাখেনি কোন পেসার। ইতিহাসে এই প্রথম বিশেষজ্ঞ পেসার ছাড়াই টেস্ট খেলতে নামল বাংলাদেশ। আগের টেস্ট থেকে বাংলাদেশ একাদশে তাই দুই বদল।

মুশফিকুর রহিমের আঙুলে সামান্য চোট থাকায় বিসিএলের ম্যাচ থেকে ডেকে আনা হয়েছিল লিটনকে। উইকেটকিপিং করার চিন্তা থেকে একাদশেও আছেন তিনি। তাকে জায়গা দিতে চাই বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। চট্টগ্রামে একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন তিনি। 

পেসার ছাড়া নামা বাংলাদেশের একাদশে পুরোপুরি ব্যাটসম্যান আছেন আটজন। মেহেদী হসান মিরাজ আর নাঈম হাসানের অলরাউন্ড সামর্থ্য ধরলে ব্যাটসম্যানের সংখ্যা আসলে দশ।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টার্নিং উইকেটে গুরুত্বপূর্ণ টস আবারও জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই উইকেটের ফায়দা তুলতে বেছে নিয়েছেন ব্যাটিং।

Comments

The Daily Star  | English

Abu sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

10h ago