ঢাকায় হোটেল থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার
বিশিষ্ট আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ ঢাকার পান্থপথের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। আজ সকালে অলিও ড্রিম হেভেন হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
শের-ই-বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের ৮০৯ নম্বর কক্ষের দরজা ভেঙে তারা আলোকচিত্রীর লাশ উদ্ধার করেন। হোটেলের বিছানায় তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।
ওসি জানান, আনোয়ার হোসেনের শরীরে কোনো আঘাতের চিহ্ন তারা দেখতে পাননি।
অলিও ড্রিম হেভেন হোটেলের জেনারেল ম্যানেজার সোহেল হায়দার খান দ্য ডেইলি স্টারকে বলেন, আনোয়ার হোসেন গত ২৮ নভেম্বর হোটেলে উঠেছিলেন। বাংলাদেশে জন্ম নেওয়া এই আলোকচিত্রী ফ্রান্সের নাগরিক।
তিনি আরও জানান, একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেওয়ার জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন। প্রতিযোগিতার আয়োজকরা সকালে তাকে হোটেলে নিতে এসেছিলেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে তিনি পুলিশের কাছে খবর পাঠান।
ময়নাতদন্তের জন্য তার লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, যোগ করেন তিনি।
Comments