ক্যারিবিয়ানদের নাকাল করে অনন্য রেকর্ড বাংলাদেশের স্পিনারদের

ক্রেইগ ব্র্যাথওয়েট আর সুনিল আম্রিসকে বোল্ড করেন সাকিব আল হাসান। কিরন পাওয়েল, শাই হোপ আর রোস্টন চেজের স্টাম্প উপড়ান মেহেদী হাসান মিরাজ। ২৯ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট ফেলে দিয়ে অনন্য এক রেকর্ডই করে ফেলেছে বাংলাদেশ।
Mehidy Hasan Miraz
একের পর এক বোল্ড করে মেহেদী হাসান মিরাজের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

ক্রেইগ ব্র্যাথওয়েট আর সুনিল আম্রিসকে বোল্ড করেন সাকিব আল হাসান। কিরন পাওয়েল, শাই হোপ আর রোস্টন চেজের স্টাম্প উপড়ান মেহেদী হাসান মিরাজ। ২৯ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট ফেলে দিয়ে অনন্য এক রেকর্ডই করে ফেলেছে বাংলাদেশ।

বাংলাদেশের দুই স্পিনার মিলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড আউটে ফেরত পাঠান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা মাত্র তৃতীয়বার ঘটল। আর স্পিন বোলাররা এমন কিছু ঘটালেন এই প্রথম।

টেস্টে প্রথম পাঁচ উইকেটের সবগুলোই বোল্ড করে নেওয়ার প্রথম নজির সেই ১৮৭৯ সালের। ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন অস্ট্রেলিয়ান বোলাররা। ১৮৯০ সালে ঘটে ঠিক উলটো। অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে দেখায় ইংল্যান্ড। তবে ওই দুবার উইকেট নিয়েছিলেন দুদলের পেসাররা।

টেস্টে স্পিনাররা প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে দেখালেন এই প্রথম।

মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রান করে অলআউট হয় বাংলাদেশ। তৃতীয় সেশনের শেষ ঘণ্টায় ব্যাট করতে নেমেই বাংলাদেশের স্পিনে কাঁপাকাঁপি অবস্থা ক্যারিবিয়ানদের। সাকিব, মিরাজদের ঘূর্ণি সামলাতে না পেরে টপাটপ স্টাম্প খোয়াতে থাকে উইন্ডিজের টপ অর্ডার। দ্বিতীয় দিন শেষেই তাই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ স্পষ্ট।

 

 

Comments