ভুয়া স্বাক্ষরের কারণে বাতিল হিরো আলম
সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া বগুড়ার আশরাফুল ইসলাম আলম (হিরো আলম) বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র কিনে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন।
কিন্তু, শেষ পর্যন্ত এরশাদের দল তাকে মনোনীত করেনি। এরপর একই আসনের জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেন। তবে আজ (২ ডিসেম্বর) তার সেই মনোনয়নপত্রটিও বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন।
বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন।
তিনি বলেন, “হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হওয়ার নিয়ম মানেননি। স্বতন্ত্র মনোনয়ন নিতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর প্রয়োজন। হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত একটি তালিকা জমাও দিয়েছেন। তবে যাচাই করা দেখা গেছে সেসব স্বাক্ষর ভুয়া। তাই তার মনোনয়নপত্রটি বাতিল করে দেওয়া হয়েছে।”
হিরো আলম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সবকিছু আমি নিয়ম মেনেই করেছি। নির্বাচন কমিশন যাচাই-বাছাই করেছে কিন্তু, সেখানে হয়তো কিছু ঘাটতি আছে। আমার সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।”
Comments