ইভিএম চেয়ে আন্দালিভের রিট খারিজ
ভোলা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চেয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
আন্দালিভ ভোলা-১ আসনের প্রার্থী। নিজের আসনে ইভিএম ব্যাবহারের নির্দেশনা চেয়ে তার এই রিট খারিজ হওয়ায় ওই আসনে সনাতন ব্যালট পদ্ধতিতেই ভোট গ্রহণ করা হবে।
আন্দালিভের আইনজীবী এডভোকেট আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ভোলা-১ আসনের ভোটাররা যেন বিনা বাধায় ভোট দিতে পারেন ও সহজে ভোট গণনার জন্য ইভিএম ব্যাবহারের নির্দেশনা চেয়ে সম্প্রতি এই রিট আবেদন করা হয়েছিল। তার আশঙ্কা, সরকারের প্রভাবশালী মন্ত্রী ও বর্তমান এমপি তোফায়েল আহমেদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।
হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এখন আপিল বিভাগে যাবেন কি না, জানতে চাইলে আন্দালিভের আইনজীবী বলেন, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
Comments