মিস ওয়ার্ল্ডের সেরা ২০ এ ঐশী
চলতি বছর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা ২০ এর তালিকায় এসেছেন ‘মিস বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী।
পিরোজপুরের মেয়ে ঐশী বর্তমানে চীনের সানয়া সিটিতে চলমান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
হেড-টু-হেড প্রতিযোগিতায় গ্রুপ-৬ এ সেরা হয়েছেন মিস বাংলাদেশ। তিনি এখন গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায় যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই অনুষ্ঠানটি আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
১৮ বছর বয়সী ঐশী এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
তিনি এ বছর দেশের ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস বাংলাদেশ শিরোপা জয় করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে জেসিয়া ইসলাম প্রথম বাংলাদেশি হিসেবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
Comments