জয়ার ‘বিজয়া’ দুই বাংলায়

joya ahsan
জয়া আহসান। ছবি: স্টার

কিছুদিন আগে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘দেবী’। দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে এটি। তবে জয়া ভক্তদের জন্য আরও একটি সুখবর হলো আগামী ৪ জানুয়ারি কলকাতায় মুক্তি পাবে ‘বিজয়া’। আর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি মুক্তির পাওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ জানুয়ারি।

‘বিসর্জন’-এর সিকুয়েল ছবি ‘বিজয়া’। ‘বিসর্জন’ ছবির গল্প যেখানে শেষ, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘বিজয়া’-র গল্প। চলচ্চিত্র দুটি পরিচালনা ও অভিনয়  করছেন কৌশিক গাংগুলি। জয়ার সঙ্গে আছেন আবীর চট্টোপাধ্যায়। সম্প্রতি, কলকাতায় ‘বিজয়া’ ছবির পোস্টার উদ্বোধন করা হয়েছে।

জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে নাসির, পদ্মা ও গণেশের গল্প সবার হৃদয় জয় করলেও কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। কিছু থমকে দাঁড়ানো সময়ের সম্মুখীন হওয়া বাকি আছে এখনও। ‘বিসর্জন’-এর রেশ নিয়ে এবার আমরা ‘বিজয়া’-তে।”

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago