শুভেচ্ছাদূত পরীমণি

Parimoni
অভিনেত্রী পরীমণি। ছবি: স্টার

চিত্রনায়িকা পরীমণি শুভেচ্ছাদূত হলেন ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর কাজ করবেন স্কিন কেয়ার ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলীর হয়ে।

গতকাল (৪ ডিসেম্বর) তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ব্র্যান্ডটির সঙ্গে। ইউনিলিভারের অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরীমণি এবং ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে দু-একজন অভিনেত্রী ফেয়ার অ্যান্ড লাভলীর হয়ে বিজ্ঞাপনে মডেল হয়েছেন তবে আমার দায়িত্বটা একটু বেশি।”

“প্রথমবারের মতো বাংলাদেশি কোনও নায়িকা হিসেবে আমি শুভেচ্ছাদূত হলাম। আর প্রতিষ্ঠানটিও অনেক সামাজিক কাজ করে থাকে। তাদের হয়ে আরও বেশি এসব সামাজিক কাজে আমাকে পাওয়া যাবে,” যোগ করেন ‘ভালোবাসা সীমাহীন’ অভিনেত্রী।

Comments