এবার ম্যাচ জিতাবেন পেসাররাই!

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানেই জিতে নিয়েছে বাংলাদেশ দল। আর তা এসেছে দলের স্পিনারদের হাত ধরে। এবার মিশন ওয়ানডে। আর সেখানে স্পিনারদের চেয়ে পেসারদের ভূমিকাই থাকবে বেশি। এমনটাই মনে করেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন।
আগামী রোববার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আর পেসাররাই এ সিরিজ জিতানোর ক্ষমতা রাখেন বলে মনে করেন রুবেল, ‘ওয়ানডে জিতিয়েছেও পেস বোলাররা, আপনি যদি দেখেন, ওয়েস্ট ইন্ডিজ সফরেও। এই কন্ডিশনেও অবশ্যই জিতাতে পারবে, ওয়ানডেতে উইকেট স্পিন সহায়ক থাকবে না, যেভাবে টেস্টে ছিল। আর আমাদের যেই পেস বোলাররা আছে, এই কন্ডিশনে অবশ্যই ম্যাচ জেতাতে পারবো।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে উইন্ডিজের ৪০টি উইকেটই পেয়েছেন স্পিনাররা। দ্বিতীয় টেস্টে তো দলে বিশেষজ্ঞ পেসারই ছিল না। তবে ওয়ানডেতে ভিন্ন ধরণের উইকেট থাকবে বলেই পেসাররা জলে উঠবেন বলে আশা করছেন রুবেল, ‘আমাদের উইকেটটা ওইভাবে তৈরি করা ছিল, স্পিনারদের পক্ষেই। আমার কাছে মনে হয় ওয়ানডেতে এমন হবে না, ওয়ানডেতে একটু আলাদা হবে। উইকেটে ওইভাবে স্পিন থাকবে না। আমার কাছে মনে হয় না ওরকম হবে।’
সাম্প্রতিক সময়টা বেশ ভালোই কাটছে রুবেলের। চলতি বছরে ১৩টি ওয়ানডে ম্যাচে ১১ ইনিংসে বোলিং করে পেয়েছেন ১৯টি উইকেট। আর তাই নিজেও উইন্ডিজের বিপক্ষে ভালো কিছু করবেন বলে আশাবাদী রুবেল, ‘শেষ দুই তিনটা সিরিজ আমি খুব ভালো ছন্দে আছি। আমি যদি সুযোগ পাই আমি আমার সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো, যেটা সবসময় করি।’
কয়েক মাস আগে উইন্ডিজ সফর করে এসেছে বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজে নাকাল হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। এবার আরও ভালো কিছু প্রত্যয় ঝরে রুবেলের কণ্ঠে, ‘’আমরা অবশ্যই সিরিজ জেতার জন্য মাঠে নামবো। আমাদের প্রতিটা খেলোয়াড় খুব আত্মবিশ্বাসী আছে। ভালো একটা টেস্ট সিরিজ আমরা জিতেছি, এটা আমাদের খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাস দিবে।’
Comments