গুগল ডুডলে তারেক মাসুদ
বাংলাদেশের প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদকে সম্মান জানিয়েছে গুগল ডুডল।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরিচালকের ৬২তম জন্মদিন উপলক্ষে আজ (৬ ডিসেম্বর) শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজটি সাজিয়েছে তারেক মাসুদের অমরকীর্তি ‘মাটির ময়না’-র ইমেজ দিয়ে।
সার্চ ইঞ্জিনটি ওপেন করলে দেখা যায় একটি পাখির ছবি। তবে সেটি আসল পাখি নয়, ‘মাটির ময়না’ ব্যবহৃত মাটির পাখির একটি ছবি। নীল-হলুদ রঙের সেই পাখিটিকে হাত দিয়ে ধরে রয়েছেন একজন। ছবিটির পটভূমিতে রয়েছে সবুজ পাতাসহ তিনটি হলুদ ফুল।
সেই ইমেজটির ওপর ক্লিক করলে তা তারেক মাসুদ সংক্রান্ত গুগল পেজে চলে আসে।
মাটির পাখিটির মাধ্যমে গুগল তুলে ধরেছে তারেক মাসুদের অনবদ্য সৃষ্টি ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি। ২০০২ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে।
একুশে পদক পাওয়া এই পরিচালকের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘অন্তর্যাত্রা’, ‘নরসুন্দর’, ‘রানওয়ে’ ইত্যাদি।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫৪ বছর বয়সে প্রাণ হারান তারেক মাসুদ।
Comments