৬টি মধ্যে ৩টির প্রার্থী নিশ্চিত হলো বিএনপি’র

আপিল শুনানিতে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন ও আবু আশফাকের মনোনয়নপত্র আজ (৬ ডিসেম্বর) বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর, ফরিদুল কবীর তালুকদার প্রার্থিতা ফিরে পান।
রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ের পর যে ছয়টি আসনে বিএনপির কোনো প্রার্থী ছিলো না সেখানে আপিলের মাধ্যমে তিনটি আসনে লড়াই করার সুযোগ পেলো দলটি।
ঢাকা-১ আসনে আবু আশফাক, বগুড়া-৭ এ মোর্শেদ মিল্টন এবং জামালপুর-৪ এ ফরিদুল কবীর তালুকদারের প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছিলো।
সেগুলোতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এখন বাকি রয়েছে রংপুর-৫, মানিকগঞ্জ-২ এবং শরীয়তপুর-১ আসন।
Comments