ডিবক্সের কাছের ফ্রিকিক আর নিবেন না রোনালদো!

ডিবক্সের ঠিক সামনে থেকে ফ্রিকিক নিয়ে রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের হয়ে ক্যারিয়ারে অনেক গোলই করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেট পিসে বরাবরই দারুণ দক্ষ এ খেলোয়াড়। কিন্তু জুভেন্টাসের হয়ে আর সামনে থেকে ফ্রিকিক নিবেন তিনি। তার বদলে পাওলো দিবালা এবং পিয়ানিচ কিক নেবেন বলেই জানালেন দলের কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি।

অথচ চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১২০ গোল দেওয়া রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন ডিবক্সের কাছ থেকে ফ্রিকিক নিয়ে। তবে কাছ থেকে ফ্রিকিক নেওয়ার সুযোগ না থাকলেও দূর থেকে নেওয়ার সুযোগ থাকছে রোনালদোর। জুভেন্টাসে যোগ দেওয়ার পরই তাকে এমন কথা জানিয়েছিলেন আলেগ্রি। শুরুতে বিষয়টি নিয়ে গাইগুই করলেও পরে তা মেনে নিয়েছেন এ পর্তুগিজ।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেগ্রি বলেন, ‘যখন একটু দূর থেকে ফ্রি কিক পাবে দল, তখন রোনালদো সে কিক নেবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি খুব কাছ থেকে কোন সেট পিস পাই তাহলে সেটা মারবে দিবালা এবং পিয়ানিচ। রোনালদো এটা মেনে নিয়েছে।’

রিয়ালে এবং পর্তুগাল জাতীয় দলে এ ধরণের প্রায় সব শটই নিতেন রোনালদো। তবে জুভেন্টাসে এসে নিজের দায়িত্বটা ভাগাভাগি করে নিলেন এ পর্তুগিজ। তবে তার যথেষ্ট কারণও আছে। শুরুর দিকে সেটপিসে যতটা সফল ছিলেন রোনালদো গত দুই বছরে সে সাফল্য নেই বললেই চলে। রিয়ালের হয়ে ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ মৌসুমে মাত্র ১টি গোল দিতে পেরেছিলেন ফ্রিকিক থেকে।

রিয়ালের হয়ে ক্যারিয়ারে ৩০১টি ফ্রিকিক নিয়েছিলেন রোনালদো। তাতে গোল পেয়েছেন ২০টি। তবে সে তুলনায় চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ডটা ভালো তার। ১০৬টি শট নিয়ে গোল করেছেন ১০টি।  

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago