রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ

৭ ডিসেম্বর ২০১৮, নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেজা কিররিয়া (ডান থেকে দ্বিতীয়)। ছবি: স্টার

হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ (৭ ডিসেম্বর) এমন ঘোষণা আসার পর রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, তার ক্রেডিট কার্ডের ছয় হাজার টাকার একটি চার্জ ছিলো। সেটি সমাধান করা হয়েছে।

এখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উল্লেখ করে সবার কাছে দোয় চান।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে রেজা বলেন, “আমি কমিশনের কাছে ন্যায় বিচার পেয়েছি। আশা করবো সবাই যেনো তা পান।”

আরও পড়ুন:

ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবেন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ছেলে

Comments