আজই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

Sheaf of paddy

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কারা ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে যাচ্ছে তা আজই জানা যাবে। গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির শুক্রবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, প্রার্থীদের নাম ঘোষণার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই তাদের নাম জানানো হবে।

গতকাল বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, দলীয় প্রার্থীদের আংশিক তালিকা (বৃহস্পতিবার) রাত ৮টার পর প্রকাশ করা হবে। এই কথা বলার পর তিনি মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে এসে এ জোটের স্টিয়ারিং কমিটির সভায় যোগ দেন। সভা শেষে জানা যায় বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করছে না বিএনপি। বরং শুক্রবার বিকেল ৩টায় পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় থেকে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

কিন্তু শুক্রবার সকালে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা স্থগিত করা হয়েছে।’

এর পরই জানা গেল বিএনপি এককভাবে তাদের প্রার্থীদের চূড়ান্তভাবে নাম ঘোষণা করবে।

Comments