রাঙ্গা আবার বললেন, ‘এরশাদ সুস্থ’
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ্য আছেন।’ আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের এ কথা বলেন রাঙ্গা।
জাপা মহাসচিব আরও বলেন, বিএনপি নির্বাচনে আছে, তাই একাদশ জাতীয় নির্বাচন খুব শক্ত নির্বাচন হবে। আর একারণেই যারা জয়ী হতে পারবে, তাদেরই মহাজোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে। মহাজোট ভুক্ত দলগুলোর জনপ্রিয় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে, সে ক্ষেত্রে কোন দলের প্রার্থী তা বিবেচনা করা হবে না।
আগামী দুএক দিনের মধ্যেই জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান রাঙ্গা।
গতকাল সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ফিরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে গিয়ে দলের নেতাকর্মীদের কাছে এরশাদ অভিযোগ করেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
এরশাদ বলেন, ‘আজ আমি বলতে চাই যে কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি এগিয়ে যাব।’
গত কয়েকদিনে একাধিকবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন এরশাদ। সর্বশেষ বুধবার তিনি সেখানে ভর্তি হন।
এরশাদের অবস্থা সম্পর্কে এর আগে গত মঙ্গলবারও (৪ ডিসেম্বর) রাঙ্গা বলেছিলেন, তিনি শতভাগ সুস্থ আছেন। তিনি নিঃসঙ্গ তাই হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: এরশাদ নিঃসঙ্গ, অসুস্থ না
আরও পড়ুন: ‘আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না’
Comments