আপিলেও হেরে গেলেন মীর নাসিরের ছেলে

রবিবার হরতাল ও অবরোধ নেই,

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী মীর নাসিরের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের (সাজাপ্রাপ্ত) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আপিল শুনানি শেষে আজ (৮ ডিসেম্বর) চট্টগ্রাম-৫ বিএনপির প্রার্থী মীর হেলালের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মীর হেলাল ইসি সচিবের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। মনোনয়নপত্র বাতিল হওয়ার নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের সাজা মহামান্য হাইকোর্ট দ্বারা স্থগিত করা আছে। স্থগিত থাকা অবস্থায় নির্বাচন করা যায়। গতকাল কমিশন অনেকের এ ধরনের আপিল আবেদনের পর তাদের মনোনয়নের বৈধতা দিয়েছে।”

“আমরা আপিল করেছিলাম। উনারা আমাদের আপিল গ্রহণ করেনি। এখন আমরা হাইকোর্টে যাবো,” যোগ করেন মীর হেলাল।

এর আগে, গত ৬ ডিসেম্বর আপিল শুনানি শেষে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী মীর নাসিরের মনোনয়ন বাতিল করা হয়।

মীর নাসিরকে দুদকের মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত উল্লেখ করে মনোনয়ন বাতিল করেছিলো রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, মোট ৫৪৩টি আপিল শুনানির মধ্যে প্রথম দুই দিনে ৩১০টি শুনানি সম্পন্ন করা হয়। আজ ২৩৩টি আপিল শুনানি হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

21m ago