ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বিকালে
বিএনপি গতকাল তাদের ২০৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ (৮ ডিসেম্বর) বিকালে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু বিএনপির গুলশান কার্যালয়ে এসে পৌঁছেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানে উপন্থিত রয়েছেন। সেখানে তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।
গুলশান কার্যালয় থেকে তালিকা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এছাড়াও, জোটের শরিকদের সমঝোতা হয়ে গেছে এবং কোনো সমস্যা নেই বলেও উল্লেখ করেন শায়রুল।
উল্লেখ্য, শায়রুল আজ সকালে জানিয়েছিলেন, “কিছুক্ষণের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।”
Comments