জাতীয় ঐক্যফ্রন্ট ইসিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে: নানক

নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দল। ছবি: আরাফাত সেতু

জাতীয় ঐক্যফ্রন্টের অনৈতিক চাপে নির্বাচন কমিশন (ইসি) যেন নতি স্বীকার না করে, সে ব্যাপারে ইসি সচিবের সঙ্গে কথা বলতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে ইসিভবনে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে খালিদ মাহমুদ চোধুরী, বিল্পব বড়ুয়াসহ  ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন।

প্রায় ৩০ মিনিটের আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার সময় নানক সাংবাদিকদের বলেন, ইসিকে প্রশ্নবিদ্ধ করা মানেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ইসিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এতে ইসি যেন তার সিদ্ধান্তে অটল থাকে, নতি যেন না স্বীকার করে। সচিবের সঙ্গে এ বিষয়টি নিয়েই কথা হয়েছে।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নানক বলেন, ইসিকে সরকারের চাপ দেওয়ার কোনো সুযোগ নেই। ইসি স্বাধীন বলেই দণ্ডিত খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে।

Comments

The Daily Star  | English

NBR removes import duty on onions

The tariff withdrawal will remain effective until Jan 15 next year

Now