সিপিবির ৭৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোগো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৪ আসনে কাস্তে মার্কার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজ ৮ ডিসেম্বর বেলা ১২টায় পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনের এক প্রেস ব্রিফিংয়ে এই তালিকা ঘোষণা করেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

এ সময় সেলিম বলেন, জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিকতা নয়, উৎসবও নয়। এই নির্বাচনের অন্যতম তাৎপর্য হলো, দেশ আগামী দিনে কীভাবে চলবে, এটা জনগণের কাছে তুলে ধরে তাদের কাছ থেকে ম্যান্ডেড নেওয়া। এ বিষয়ে এখনও আলোচনা দেখছি না। এটি হলে আগে দলগুলো ইশতেহার প্রকাশ করে আলোচনা করতো। এর ভিত্তিতে জনগণের মতামত চাইতো। তথাকথিত বড় দলগুলো এসব না করে ‘দল ছুট’ করে কাকে কিভাবে দলে আনা যায়, ফরম বিক্রি ও নানাভাবে টাকা আয় করা যায় সেই কাজ করছে।

তিনি আরও বলেন, নৌকা ও ধানের শীষ লুটপাটের চলতি সিস্টেম বহাল রাখতে চায়। এই বিবেচনায় এরা একই পন্থার। এরা ১% মানুষের স্বার্থ রক্ষাকারী, আর আমরা বাম জোট ৯৯% মানুষের স্বার্থ রক্ষাকারী। নির্বাচনে দুই পন্থা, ১% বনাম ৯৯%। ৯৯% মানুষের স্বার্থ রক্ষায় আমরা সংগ্রাম করে চলেছি। এখন আমাদের এক পা নির্বাচনে আরেক পা আন্দোলনে।

তিনি বলেন, সিপিবি ১ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার এর ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ প্রকাশ করেছে। আমরা নীতিনিষ্ঠ অবস্থানে থেকে রুটি-রুজির অধিকার প্রতিষ্ঠা, শোষণ-বৈষম্যহীন ইনসাফের সমাজ কায়েম করে ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ বাস্তবায়ন করব। তিনি বলেন আমরা এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর মনোনয়ন দিয়েছি। আরও আগ্রহী থাকলেও আর্থিক ও নানা কারণে তাদের প্রার্থী করা যায়নি। আমাদের বিবেচনায় নির্বাচন শুধু প্রার্থী কেন্দ্রিক নয় নীতি-আদর্শ কেন্দ্রিক। সেই বিবেচনা থেকেই আমরা আমাদের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছি।

সিপিবি মনোনীত কাস্তে মার্কার ৭৪ জন প্রার্থী হলেন

পঞ্চগড়-২ আশরাফুল আলম, ঠাকুরগাঁও-৩ প্রভাত সমীর শাজাহান আলম, দিনাজপুর-৩ বদিউজ্জামান বাদল, দিনাজপুর-৪ রিয়াজুল ইসলাম রাজু, রংপুর-৬ অধ্যাপক কামরুজ্জামান, কুড়িগ্রাম-২ উপেন্দ্র নাথ রায়, কুড়িগ্রাম-৩ দেলোয়ার হোসেন, গাইবান্ধা-২ মিহির ঘোষ, গাইবান্ধা-৫ যজ্ঞেশ্বর বর্মণ, বগুড়া-৫ সন্তোষ পাল, বগুড়া-৬ আমিনুল ফরিদ, নওগাঁ-৪ ডা. ফজলুর রহমান, রাজশাহী-২ এনামুল হক, সিরাজগঞ্জ-৩ শেখ মোস্তফা নূরুল আমিন, কুষ্টিয়া-২ অধ্যাপক ওয়াহেদুজ্জামান পিন্টু, বাগেরহাট-২ খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ শরীফুজ্জামান শরীফ, খুলনা-১ অশোক সরকার, খুলনা-২ এইচ এম শাহাদাৎ, খুলনা-৫ চিত্ত রঞ্জন গোলদার, খুলনা-৬ সুভাষ ছানা মহিম, সাতক্ষীরা-১ মো. আজিজুর রহমান (সমর্থিত), পটুয়াখালী-১ মতলেব মোল্লা, পটুয়াখালী-২ শাহাবুদ্দিন আহমেদ, ভোলা-১ অ্যাড. সোহেল আহমেদ, পিরোজপুর-১ ডা. তপন বসু, পিরোজপুর-২ হাজী হামিদ, পিরোজপুর-৩ দিলীপ কুমার পাইক, টাঙ্গাইল-২ জাহিদ হোসেন খান, জামালপুর-২ মনজুরুল আহসান খান, জামালপুর-৩ শিবলুল বারী রাজু (সমর্থিত), জামালপুর-৫ আলী আক্কাস, শেরপুর-১ আফিল শেখ, ময়মনসিংহ-৩ হারুন আল বারী, ময়মনসিংহ-৪ অ্যাড. এমদাদুল হক মিল্লাত, নেত্রকোণা-১ আলকাছউদ্দিন মীর, নেত্রকোণা-২ মোশতাক আহমেদ, নেত্রকোণা-৩ অধ্যক্ষ আনোয়ার হোসেন, নেত্রকোণা-৪ জলি তালুকদার, কিশোরগঞ্জ-১ অ্যাড. এনামুল হক, কিশোরগঞ্জ-২ নূরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ ডা. এনামুল হক ইদ্রিছ, কিশোরগঞ্জ-৫ অধ্যাপক ফরিদ আহাম্মদ, মুন্সীগঞ্জ-১ সমর দত্ত, মুন্সীগঞ্জ-৩ শ ম কামাল হোসেন, ঢাকা-১ আবিদ হোসেন, ঢাকা-২ সুকান্ত শফী চৌধুরী কমল, ঢাকা-৬ আবু তাহের বকুল, ঢাকা-১৩ আহসান হাবিব লাবলু, ঢাকা-১৪ রিয়াজউদ্দিন, ঢাকা-১৫ ডা. সাজেদুল হক রুবেল, গাজীপুর-২ জিয়াউল কবীর খোকন, গাজীপুর-৪ মানবেন্দ্র দেব, নরসিংদী-৪ কাজী সাজ্জাদ জহির চন্দন, নারায়ণগঞ্জ-১ মোঃ মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২ হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ অ্যাড. মন্টু ঘোষ, ফরিদপুর-৩ রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-৪ আতাউর রহমান কালু, শরীয়তপুর-১ মোদাচ্ছের হোসেন বাবুল (সমর্থিত), শরীয়তপুর-৩ সুশান্ত ভাওয়াল, সুনামগঞ্জ-২ নিরঞ্জন দাশ খোকন, হবিগঞ্জ-৩ পীযূষ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া-২ ঈসা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাড. সৈয়দ মোহাম্মদ জামাল, কুমিল্লা-৫ আবদুল্লাহ আল ক্বাফী, নোয়াখালী-৩ মজিবুল হক মজিব, চট্টগ্রাম-৮ সেহাব উদ্দিন সাইফু, চট্টগ্রাম-৯ মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-১৪ আব্দুল নবী।

প্রেস ব্রিফিং এ সূচনা বক্তব্য রাখেন সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী, মাহবুবুল আলম, আহসান হাবীব লাবলুসহ ঢাকায় অবস্থানরত প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

11h ago