সাকিব-তামিম ফেরায় মাশরাফির স্বস্তি

মাশরাফি বিন মুর্তজা। ছবি : ফিরোজ আহমেদ।

এশিয়াকাপে দুবাই-আবুধাবির প্রচণ্ড গরমে নাজেহাল হননি বাংলাদেশ স্কোয়াডের এমন খেলোয়াড়ই নেই বললেই চলে। তবে তামিম ইকবালের আঙুলের ইনজুরি আর সাকিব আল হাসানের চোট বেড়ে আসর থেকে ছিটকে পরা ছিল মরার উপর খাড়ার ঘায়ের মতো। তবে দুঃসময় পেছনে ফেলে আবারো জাতীয় দলে ফিরছেন এ দুই তারকা। তাতেই স্বস্তি মিলেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

বাংলাদেশ দলের সেরা দুই খেলোয়াড়ই সাকিব ও তামিম। অনেক বছর ধরেই বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কও। তাকে দলে না পাওয়ায় একজন বাড়তি খেলোয়াড়কে খেলাতে হতো দলে। আর তামিম দেশ সেরা ওপেনার। তাই এ দুই খেলোয়াড়ের ফিরে আসায় স্বস্তি ফিরিছে টাইগারদের। মাশরাফিও বললেন এমনটাই, ‘অবশ্যই সাকিব তামিম দলে থাকা আমাদের জন্য বিরাট সুবিধা। ওরা দুইজন থাকা আমাদের জন্য, প্রত্যেক খেলোয়াড়ের জন্য স্বস্তিদায়ক ব্যাপার।’

ওয়ানডে দলে ফিরলেও এর আগেই টেস্ট সংস্করণে ফিরেছেন সাকিব। সামনে থেকে নেতৃত্ব দিয়ে উইন্ডিজকে ধবলধোলাইয়ে রেখেছেন প্রত্যক্ষ অবদান। তবে তামিম ফিরছেন রোববারই। এশিয়া কাপের পর জিম্বাবুয়ে সিরিজে পুরোটাই বাইরে ছিলেন তিনি। যদিও শুক্রবার প্রস্তুতি ম্যাচে খেলেছেন। দারুণ এক সেঞ্চুরিও করেছিলেন। তবে আন্তর্জাতিক ম্যাচে কেমন করেন তামিম, সে দিকেই তাকিয়ে আছেন অধিনায়ক।

‘প্রস্তুতি ম্যাচে তামিম দারুণ খেলেছে, এটা তামিমের জন্যও স্বস্তি, আমাদের জন্যও স্বস্তি। আমি একইসঙ্গে  বলব যে ইনজুরি থেকে আসা এবং এসে পারফর্ম করা কিন্তু বেশ কঠিন। তামিমের আগের ম্যাচে সেঞ্চুরি করেছে বলে প্রত্যাশা করতে পারেন না যে পরের ম্যাচে নেমেও এক্সট্রা অর্ডিনারি ইনিংস খেলবে। আবার এর থেকে ভালোও খেলতে পারে, খারাপও হতে পারে। চোট থেকে ফিরলে কিন্তু বেশ কিছু দিন লাগে মানিয়ে নিতে। দুইমাস থেকে আড়াইমাস পর্যন্ত বাইরে ছিল। তাই এটা গুরুত্বপূর্ণ। সাকিব হয়ত টেস্টে কিছু...দুইটা টেস্ট ম্যাচ খেলে কিছুটা মানিয়ে নিয়েছে। তামিমের হয়ত কিছুটা সময় লাগতে পারে।’

এদিকে তামিমের ফেরার ম্যাচে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ দল। কারণ টাইগারদের বাকি তিন ওপেনার ইমরুল কায়েস, লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তিনজনই আছেন দারুণ ছন্দে। ইমরুলতো জিম্বাবুয়ের বিপক্ষে একটি ইনিংসে নার্ভাস নাইন্টিজে আউট না হলে টানা তিনটি সেঞ্চুরি থাকতো। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি তুলেছেন সৌম্যও। আর লিটনও দারুণ খেলছেন।

তাই দল নির্বাচন কিছুটা হলেও কঠিন হয়েছে টাইগারদের জন্য। মাশরাফির ভাষায়, ভালো (মধুর) সমস্যা হলো সবাই ফর্মে আছে টপ অর্ডারে। যেটা আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম। একটা সিদ্ধান্তে যেতেই হবে। ভালো হলে মনে হবে এটাই ঠিক আছে। খারাপ হলে মনে হবে যে রান করেও বাদ গেছে হয়ত ওকেই খেলালে ভালো হত। কথাবার্তা অনেক চলবে। এখনো অনেকের চিন্তাভাবনা আছে। কোচ, নির্বাচকদের সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতেই হবে।’

Comments

The Daily Star  | English
G7 statement on Israel Iran war

Sirens sounded after missiles launched from Iran, says Israeli army

Revolutionary Guards say missiles targeted industrial areas in Israel

11h ago