মির্জা আব্বাস ও নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ

মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপি নেতা মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও, নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। শুনানিতে আপিলটি খারিজ হয়ে যায়। ফলে আব্বাসের নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

অপরদিকে, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নেতা নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেছে কমিশন।

আজ (৮ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয়দিনে কমিশন এই সিদ্ধান্ত জানায়।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

8h ago