আপিলেও বাতিল হলো খালেদা জিয়ার মনোনয়নপত্র
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের আপিল শুনানির তৃতীয় দিনে আজ (৮ ডিসেম্বর) এই রায় দেওয়া হয়।
এর আগে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ আরও কয়েকজন আইনজীবী।
আজ সকালে খালেদা জিয়ার শুনানি শুরু হওয়ার পর তা কিছুক্ষণ পর স্থগিত করা হয়।
শুনানি স্থগিত করার পর আইনজীবীরা সাংবাদিকদের বলেন যে খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেগুলো রিটার্নিং কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছিলেন।
আইনজীবীরা আরও বলেন, তারা তাদের দিকগুলো তুলে ধরেছেন। কমিশন তা শুনে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। কমিশন বিকালে তাদের মতামত জানাবে বলে।
দুর্নীতি মামলায় দণ্ডের কারণে রিটার্নিং কর্মকর্তারা খালেদার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছরে বাড়িয়েছেন হাইকোর্ট।
এছাড়াও, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের জেল দিয়েছেন আদালত।
Comments