খালেদার আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন
চার কমিশনার খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের পক্ষে এবং একজন কমিশনার বৈধতার পক্ষে রায় দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর বিএনপি প্রধানের আইনজীবীরা সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া জানান।
খালেদার পক্ষে ব্রিফ করে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, কমিশনের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
তিনি আরও বলেন, শুনানি শেষে কমিশনার মাহবুব তালুকদার বিএনপি নেত্রীর তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন। এরপর, কিভাবে দ্বিতীয়বার রায় দেওয়া হয়?
আজ (৮ ডিসেম্বর) খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ আরও কয়েকজন আইনজীবী।
অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী বলেন, “বিএনপি চেয়ারপারসন কোনোদিন নির্বাচনে হারেন নাই। প্রতিটি নির্বাচনে তিনি একাধিক আসনে জয় লাভ করেছেন। সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবার তাকে কারাগারে আটক রেখেছে। তারপরও তিনটি নির্বাচনী এলাকায় তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।”
“আমাদের বিশ্বাস ছিলো সরকার নিরপেক্ষভাবে এই মনোনয়নপত্রগুলো গ্রহণ করবে। আগেই আপনাদের বলা হয়েছিলো- রিটার্নিং কর্মকর্তা যে রায় দিয়েছিলেন তা আইন মোতাবেক হয় নাই। তাই আমরা কমিশনে আবেদন করেছি।”
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন এক ব্রিফিংয়ে বলেন, “আমরা এখানে এসেছিলাম আপিল আবেদন শোনার জন্যে। প্রধান নির্বাচন কমিশনার ও তিনজন কমিশনার খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এবং একজন বৈধ বলেন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। এখানে বিতর্কের কোনো সুযোগ নেই।”
আরও পড়ুন:
Comments