নানা নাটকীয়তার পর বিসিএলের ম্যাচ ড্র

বগুড়ায় দারুণ রোমাঞ্চকর সমাপ্তির দিনে জিততে পারত মধ্যাঞ্চল বা পূর্বাঞ্চল যে কেউ। কিন্তু নাটকীয়তায় মোড়া শেষ বিকেলে ম্যাচটি শেষ হয়েছে অমিমাংসিতভাবে। জয় থেকে মাত্র ছয় রান দূরে থামতে হয়ে পূর্বাঞ্চলকে। প্রতিপক্ষ মন্থর গতিতে খেলেছে, এমন অভিযোগে আম্পায়ার দিকে চিৎকার করায় শাস্তিও পেয়েছেন পূর্বাঞ্চলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত।

আগের দিনের ২ উইকেটে ৭১ রান নিয়ে শেষ দিনে নেমে ভালো অবস্থানে চলে যায় পূর্বাঞ্চল। মাহমুদুল হাসান, মোহাম্মদ আশরাফুলদের ব্যাটে ৩২৬ রানের জেতার লক্ষ্যে কাছাকাছি এগিয়ে যাচ্ছিল তারা।

এক পর্যায়ে হাতে ৬ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের জিততে দরকার ছিল ৪২ রান। দিন শেষ হতে তখনো প্রায় এক সেশন। উইকেটে সেঞ্চুরি করা ব্যাটসম্যান মাহমুদুল হাসানের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন। জেতার পাল্লাই ভারিই ছিল তাদের। কিন্তু হুট করে মাহমুদুল, অঙ্কন আর ফরহাদ রেজা আউট হয়ে ফিরলে পালটে যায় পরিস্থিতি। বাকিটা সময় ড্র করার চিন্তায় সময় নষ্ট করতে থাকেন টেল এন্ডার ব্যাটসম্যানরা। বারবার ব্যাট বদলও করেন আবু জায়েদ রাহি-এনামুল হক জুনিয়র।

তবে নাটকের বাকি ছিলো আরও। এভাবে চলতে চলতেই আবার জেতার কাছাকাছি চলে যায় পূর্বাঞ্চল। রাহি দুই ছক্কা আর এনামুল জুনিয়র এক ওভারে দুই চার মারলে আবার জমে উঠে ম্যাচ। তখন আবার মধ্যাঞ্চলের বোলাররা সময় নষ্ট করতে শুরু করেন। পেস বোলিং চালিয়ে একেকটি ডেলিভারি করতেই অনেক সময় নিতে থাকেন তারা।

এমন অবস্থায় দিনের আলো কমে এলে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার মাফজুর রহমান ও মনিরুজ্জামান। তখন জিততে কেবল ৬ রান দরকার ছিল পূর্বাঞ্চলের

পূর্বাঞ্চলের ম্যানেজার বাউন্ডারি লাইনের বাইরে থেকে প্রতিপক্ষে সময় নষ্ট করার প্রতিবাদ করে চিৎকার করতে থাকেন। তার আচরণ বিধিসম্মত না হওয়ায় পরে ম্যাচ রেফারি বেলায়েত হোসেন তাকে জরিমানা করেছেন।

দুই ইনিংসেই রান পাওয়া মাহমুদুল হাসান হয়েছেন ম্যাচ সেরা।

সংক্ষিপ্ত স্কোর :

মধ্যঞ্চল প্রথম ইনিংস : ১১৮

পূর্বাঞ্চল প্রথম ইনিংস  : ১৮৬

মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস:  ৩৯৩

পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ৩২৬):  ৩২০/৭

ফল : ড্র

ম্যাচসেরা : মাহমুদুল হাসান 

 

উত্তর-দক্ষিণের ম্যাচও ড্র

চট্টগ্রামে বিসিএলের অন্য ম্যাচও ড্র করেছেন দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের ৩২৯ রানের জবাবে  ওপেনার জুনায়েদ সিদ্দিকির সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৪ রান করেছিল উত্তরাঞ্চল । দ্বিতীয় ইনিংসে নেমে এনামুল হক বিজয়ের ফিফটিতে দক্ষিণ ৫ উইকেটে ২৪৮ রান তুললে শেষ হয়ে যায় দিনের খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৩২৯

উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ৩৯৪

দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংস: ৬৪ ওভারে ২৪৮/৫ (এনামুল ৬৬, শাহরিয়ার ০, মাহমুদ ২২, তুষার ১, রকিবুল ১৬, মেহেদি ৬০*, আল আমিন জুনিয়র ৭৫*; সানজামুল ০/৭০, সোহাগ ১/৭১, ইবাদত ২/২৭, শুভাশিস ০/৯, রিশাদ ২/৬১, নাঈম ০/২)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: জুনায়েদ সিদ্দিক

 

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago