শেষ দিনে রোমাঞ্চের পর জিতল ভারত
লক্ষ্যটা ছিল বেশ বড়। জিততে হলে অ্যাডিলেনে রান তাড়ার রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়াকে। আগের দিন চার উইকেট খুইয়ে ফেলায় সেই আশা ছিল ম্রিয়মাণ। অথচ শেষ দিনে নিচের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচ জমিয়ে তুলে অসিরা। শেষ পর্যন্ত অবশ্য টেল এন্ডারদের প্রতিরোধ ভেঙে ম্যাচ জিতে বিরাট কোহলির দল।
সোমবার অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে সিরিজ শুরু করেছে ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে ১-০ তে। ৩২৩ রান তাড়ায় আগের দিনের চার উইকেটে ১০৪ রান নিয়ে নেমে ২৯১ রানে গিয়ে থেমে অস্ট্রেলিয়া।
দিনের শুরুতেই ট্রেভিস হেডকে হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এরপরই লড়াই চালান শন মার্শ ও টিম পেইন। দুজনকেই ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান গতিময় পেসার জাসপ্রিট বোমরাহ। ৬০ রান করে আউট হন মার্শ, পেইন করেন ৪১। তবে মিচেল স্টার্ক নেমেও খেলতে থাকেন সাবলিল। এতে জমে উঠে ম্যাচ। ২৮ রান করা স্টার্ককে ফেরানোর পর জেতার কাছে চলে গিয়েছিল ভারত। কিন্তু শেষ উইকেটে আরেকটি প্রতিরোধ গড়েন ন্যাথান লায়ন ও জস হ্যাজেলউড। তাদের ৩২ রানের জুটিয়ে চিন্তা বাড়ছিল কোহলিদের। রবীচন্র অশ্বীনের বলে হ্যাজেলউড স্লিপে ক্যাচ দিলে উৎসবে মেতে উঠে ভারতীয়রা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ২৫০
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩৫
ভারত দ্বিতীয় ইনিংস: ৩০৭
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩২৩) ১১৯.৫ ওভারে ২৯১ (আগের দিন ১০৪/৪)(মার্শ ৬০, হেড ১৪, পেইন ৪১, কামিন্স ২৮, স্টার্ক ২৮, লায়ন ৩৮*, হেইজেলউড ১৩; ইশান্ত ১/৪৮, বুমরাহ ৩/৬৮, অশ্বিন ৩/৯২, শামি ৩/৬৫, বিজয় ০/১১)।
ফল: ভারত ৩১ রানে জয়ী
সিরিজ: চার ম্যাচের সিরিজে ভারত ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: চেতেশ্বর পুজারা
Comments