শুনানি শেষ, রায় মঙ্গলবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র সংক্রান্ত রিট আবেদন শুনানি শেষ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে রায় দেওয়া হবে আগামীকাল (১১ ডিসেম্বর)।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র সংক্রান্ত রিট আবেদন শুনানি শেষ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে রায় দেওয়া হবে আগামীকাল (১১ ডিসেম্বর)।

বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ আজ (১০ ডিসেম্বর) শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং রিট আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে খালেদার ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়।

খালেদার মনোনয়নপত্র বাতিল হওয়ার দিনে তার আইনজীবীরা সংবাদমাধ্যমকে জানান, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ১২/১ (ঘ) অনুসারে মনোনয়নপত্র বাতিল করেছেন। এই ধারা নির্বাচনী অপরাধের সঙ্গে সম্পর্কিত।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছরে বাড়িয়েছেন হাইকোর্ট।

এছাড়াও, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের জেল দিয়েছেন আদালত।

তিনি এখন ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার ভবনে কারাভোগ করছেন।

Comments