‘ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের’

প্রথম ওয়ানডেতে এমন উৎসবের সুযোগ খুব কমই এসেছে ওয়েস্ট ইন্ডিজের। ছবি: ফিরোজ আহমেদ

টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। রীতিমতো কোণঠাসা অবস্থাই এখন তাদের। তবে এই কাহিল দশা পেরিয়েও দলটি ঘুরে দাঁড়াতে পারে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।

বাংলাদেশে আসার আগে ভারত সফরে ছিল ক্যারিবিয়ানরা। সেখানে টেস্টে হারার পর ওয়ানডেতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে জমিয় তুলেছিল সিরিজও। প্রথম ওয়ানডেতে হারার পর পরেরটি টাই এবং এর পরেরটি জিতে সিরিজে ফিরিয়েছিল সমতা। যদিও শেষ দুটিতে হেরে আবার সিরিজ জিততে পারেনি তারা।

প্রতিপক্ষের অবস্থা আপাতত নাজুক। তবে তারা ঘুরে দাঁড়াতে পারে বলে সতর্ক বাংলাদেশ অধিনায়ক, ‘ওরা ফিরে আসার জন্য যথেষ্ট সামর্থ্য রাখে। এমনকি আজ (কাল) বল যেভাবে সেকেন্ড হাফে টার্ন করছিল, যেটা বলেছিলাম শিশির অতটা ছিল না। ওরা যদি ২৫০/২৬০ করত তাহলে ডিফারেন্ট বল গেম হওয়ার চান্স বেশি ছিল। ওরা শতভাগ ক্ষমতা রাখে ফেরার। তাই নিশ্চিত করতে হবে পরের ম্যাচটাও যেন এভাবে খেলতে পারি।’

প্রতিপক্ষ সিরিজ জমিয়ে তুলতে পারে, কিন্তু তাই বলে আবার বাড়তি কিছু করার তাগিদ দেখছে না বাংলাদেশ, প্রথম ওয়ানডের ছক ধরেই মাশরাফি উৎরাতে চান পরেরটিতেও ‘পরিকল্পনা তো আসলে প্রতিটা ম্যাচ একই গুরুত্ব দিয়ে খেলা। প্রথমটা জিততে পেরেছি, দ্বিতীয় ম্যাচের আগে আমাদের একই পরিকল্পনা নিয়ে নামতে হবে এবং শতভাগ ক্রিকেটটাই খেলতে হবে। আর পরিকল্পনা তো আলাদা কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা ম্যাচ জিততে পারা।’

 

 

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago