গ্যালারিতেও ‘নৌকা নৌকা’, আমরা অবশ্যই নৌকায় ভোট দেব: সাকিব

Shakib Al Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

তরুণ প্রজন্মকে নিয়ে করা এক অনুষ্ঠানে গিয়ে আসন্ন জাতীয় নির্বচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন সাকিব। নির্বাচন না করলেও প্রচারণায় অংশ নিলেন তিনি।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ‘হ্যাশট্যাগ আই অ্যাম বাংলাদেশ’ বা ‘আমিই বাংলাদেশ’ (#IamBangladesh) প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ ভোটারদের সামনে আসেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের দিন গ্যালারি থেকে উঠা ‘নৌকা’, ‘নৌকা’ স্লোগান প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘কাল যেটা হয়েছে। গ্যালারির দর্শকেরা কমপক্ষে আট-দশবার নৌকা নৌকা বলে চিৎকার করেছে। আমি নিশ্চিত, সারা দেশের মানুষই এমন কাজ করবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন।’

‘৩০ ডিসেম্বর অবশ্যই উন্নয়নের পক্ষে সকাল থেকে ভোট দেবেন। আমরা সবাই জানি, আমরা কাকে ভোট দেব। অবশ্যই আমরা নৌকায় ভোট দেব।’

তরুণদের আত্মপ্রত্যয়ী ও উদ্যোগী হওয়ার আহবান জানিয়ে এই তারকা ক্রিকেটার বলেন, ‘হ্যাশট্যাগ আই আম বাংলাদেশ। আজ যে লোগোটা উন্মোচন হলো । সেটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে- আমিই বাংলাদেশ। আপনার সব বিষয়ে পারদর্শী হতে হবে না। আপনি যা পারেন সেটাতেই সেরা অবস্থানে যান। বাংলাদেশের উন্নতি হয়ে যাবে। যার যার নিজের জায়গা থেকে আত্মকেন্দ্রিক হয়ে হলেও নিজেদের উন্নতি যদি করতে পারি তাহলেই মনে হয় বাংলাদেশের উন্নয়ন সম্ভব। আমি মনে করি আপনাদের সবার ক্ষমতা আছে।’

ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা হলভর্তি তরুণ-তরুণীদের নিয়ে করা এই আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআই সভাপতি নিহাদ কবীর, ঢাকা চেম্বার সভাপতি আবুল কাসেম খান, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, অভিনেতা ফেরদৌস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক ফরহাদ আনোয়ার।

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

18h ago