টেকনোক্র্যাট মন্ত্রীদের দায়িত্ব নিলেন যারা

চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগের পর তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান মন্ত্রিপরিষদের তিন সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আজ (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হককে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চার টেকনোক্র্যাট মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাদের পদত্যাগপত্র গ্রহণের ওপর প্রজ্ঞাপন জারি না হওয়ার গত প্রায় এক মাস ধরে তারা মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে যাওয়াসহ মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন।
টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পালনকারী চার মন্ত্রী হলেন, তৎকালীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
Comments