নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পর্যবেক্ষক রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্থানীয় পর্যবেক্ষকদেরও সহায়তা করবে তারা।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার আজ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বাংলাদেশকে উৎসাহ দেই। নির্বাচন কমিশনের সঙ্গেও এই বিষয়েই কথা হয়েছে।
তিনি আরও জানান, গত অক্টোবরে প্রাক-মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট পাঁচ সদস্যের একটি দল পাঠিয়েছে। এই মাসেই দ্বিতীয় প্রাক-মূল্যায়ন কাজ সম্পন্ন হবে।
আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশজুড়ে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়োজিত করবে যুক্তরাষ্ট্র দূতাবাস। সেই সঙ্গে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের সঙ্গে যৌথভাবে তারা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের অধীনে ১৫ হাজার স্থানীয় পর্যবেক্ষকের তহবিল যোগাবে।
গণতান্ত্রিক প্রক্রিয়া বাকস্বাধীনতার গুরুত্বের প্রসঙ্গও আজ তুলেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এ প্রসঙ্গে তিনি বলেন, সুস্থ গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সব দলের স্বাধীনতা থাকা উচিৎ। সেই সঙ্গে রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়।
Comments