নোয়াখালীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলায় এই ঘটনাটি ঘটে।

নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলায় এই ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. হানিফ। তিনি এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সন্ধ্যা ৬টার দিকে প্রেমনগর এলাকায় সংঘর্ষের সময় তার পায়ে গুলি লাগে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাবউদ্দিন শাহীন জানান, বিকেলে নুরু পাটোয়ারীর হাট–সংলগ্ন একটি বাড়িতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা নৌকার পক্ষে মিছিল বের করেন। মিছিলটি বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মো. হানিফ গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments