টুঙ্গিপাড়া থেকে হাসিনার নির্বাচনী প্রচারণা, সিলেটে যাবেন ড. কামাল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু হবে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্যে আগামীকাল বুধবার টুঙ্গিপাড়ায় যাবেন। মাজার জিয়ারত শেষে টুঙ্গিপাড়া, কোটালীপাড়ায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কাল বুধবার সিলেটে যাবেন। বিকেল ৩টার দিকে সেখানে তারা হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করবেন তারা। সিলেটে পথসভার মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন ।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রধানমন্ত্রীর কর্মসূচির কথা জানান।

আবদুর রহমান বলেন, শেখ হাসিনা ১৩ ডিসেম্বর সকাল ৮টায় তার রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকেলে কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তৃতা করবেন তিনি।

ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ড. কামাল হোসেনের সঙ্গে থাকবেন। ঢাকায় ফেরার পথে বিভিন্ন জায়গায় তারা পথসভা করবেন।

Comments

The Daily Star  | English

Air raid sirens in northern Israel due to Iranian missiles: military

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

4h ago