অসহায়ত্বের কারণে নির্বাচন কমিশন বিব্রত: সেলিমা রহমান

প্রধান নির্বাচন কমিশনরা কে এম নূরুল হুদা তার অসহায়ত্বের কারণে বিব্রত বোধ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান।
selima rahman
বিএনপি’র ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান। ছবি:

প্রধান নির্বাচন কমিশনরা কে এম নূরুল হুদা তার অসহায়ত্বের কারণে বিব্রত বোধ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান।

আজ (১২ ডিসেম্বর) কমিশনকে দলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

“নির্বাচন কমিশন যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তাহলে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে,” যোগ করেন এই বিএনপি নেত্রী।

নির্বাচন প্রচারণার সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও তাদের হেনস্তা করা বন্ধ করতে কমিশনের হস্তক্ষেপ করার বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, আজ এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর গতকালের হামলা এবং নোয়াখালীতে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত হওয়ায় কমিশন বিব্রত বলে মন্তব্য করেন।

Comments