ডেপুটি ও বিভাগীয় কমিশনারদের রিটার্নিং অফিসার নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডেপুটি কমিশনার ও বিভাগীয় কমিশনারদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আজ (১২ ডিসেম্বর) রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রহমানের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুচ্ছেদ ৪ অনুসারে ইসি সারাদেশে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিতে পারে না। ইসি শুধুমাত্র তার ৬৮৯ জন নির্বাচনী কর্মকর্তাদের মধ্য থেকে রিটার্নিং অফিসার নিয়োগ দিতে পারে।’

কিন্তু, এর বাইরে গিয়ে নির্বাচন পরিচালনার জন্য ডেপুটি ও বিভাগীয় কমিশনারদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলে তা আরপিও’র লঙ্ঘন বলেও তার দাবি।

এই রুল জারির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আদালত যেহেতু এখনও নিয়োগ স্থগিত করেননি, সেক্ষেত্রে রুল জারি হলেও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্বাচনে দায়িত্ব পালনে বাধা দেখছি না।’

Comments

The Daily Star  | English

Mob violence now alarmingly routine

Rights groups say the state's failure to act swiftly and decisively has to some extent emboldened mobs and contributed to a climate where vigilante justice is becoming commonplace.

8h ago