বাঁচা মরার লড়াই বলেই জয় পাবে বাংলাদেশ!

উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পায় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেটা তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। টাইগারদের জন্য অনেকটা বাঁচা মরার লড়াই। কারণ ঘরের মাঠে সিরিজ হার এড়াতে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। আর এ ধরণের লড়াইগুলো ভালোই খেলে বাংলাদেশ। এ কারণেই জয়টা টাইগাররাই পাবেন বলে আশা করছেন বাংলাদেশ দলের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজ।
Unicef
বুধবার ইউনিসেপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি। এখন থেকে বাংলাদেশ দলের জার্সির কলারে থাকবে ইউনিসেফের লোগো। ছবি: ফিরোজ আহমেদ।

উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পায় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেটা তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। টাইগারদের জন্য অনেকটা বাঁচা মরার লড়াই। কারণ ঘরের মাঠে সিরিজ হার এড়াতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আর এ ধরণের লড়াইগুলো ভালোই খেলে বাংলাদেশ। এ কারণেই জয়টা টাইগাররাই পাবেন বলে আশা করছেন বাংলাদেশ দলের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজ।

মিরাজের কথায় যুক্তিও আছে অনেক। এই উইন্ডিজের বিপক্ষেই তাদের মাটিতে শেষ সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ছিল সমতা। শেষ ম্যাচে দারুণ জয় তুলে সিরিজ জিতে নেয় টাইগাররাই। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই।

বুধবার ইউনিসেপের সঙ্গে বিসিবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে পূর্ব অভিজ্ঞতা থেকেই মিরাজ বললেন, 'এখনও তো আমরা সিরিজে আছি, শেষ ম্যাচ আমার জন্য বাঁচা মরার লড়াই। আর আসলে আমাদের বাঁচা মরার লড়াইগুলোই আমরা ভালো খেলি। উইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম। আমাদের জন্য একটা ভালো সুযোগ পরের ম্যাচে। আশা করবো আমরা শক্তভাবে ফিরে আসবো।'

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগের দিন অবশ্য শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই। স্লগ ওভারে আশানুরূপ ব্যাটিং করতে পারেনি টাইগাররা। শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র ২৬ রান। আর সে কথাটিই বললেন মিরাজ, 'কাল কিন্তু আমরা খুব ভালো শুরু করেছিলাম। ফিনিশিংটা ওইরকম ভালো হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি, ২০ রান করলে হয়তো ভালো হতো।'

তাই শেষ ম্যাচে স্লগ ওভারে ভালো করার চেষ্টাটা মুখ্য থাকবে টাইগারদের। মিরাজের ভাষায়, 'আমাদের পেস বোলারদের একটু, আমরা শেষ কয়েক ম্যাচে স্লগ ওভারে ভালো বল করিনি। কিন্তু আমার কাছে মনে হয় ওইসব জায়গায় আমাদের উন্নতি করলে ভালো হবে। আর অবশ্যই ব্যাটসম্যানরা ভালো করছে। ধারাবাহিক হতে হবে। সবমিলিয়ে নিজেদের সব কিছুতে আমাদের নিজেদের কমতি ছিল সেটা উন্নতি করা চেষ্টা করবো।'

সিলেটে আগামী শুক্রবার উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হতে পারে দেশের মাটিতে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। তাই তার জন্য হলেও এ ম্যাচে জয় চান অধিনায়ক, 'বলতে পারবো না এটা শেষ ম্যাচ কিনা, আমরা চাই যে মাশরাফি ভাই আরও অনেক দিন খেলুক। এটাই আমি চাই। অবশ্যই প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মাশরাফি ভাই সে কথা সবসময় বলে। আর এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে। আমাদের চেষ্টা থাকবে।'

Comments