নির্বাচনের ৫ দিন আগে সেনা মোতায়েন: ইসি

ec logo

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন আগে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আজ এই কথা জানিয়েছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ভোটগ্রহণের দুদিন পর ১ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে।

দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদরা ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতের মুখে রয়েছে- উল্লেখ করে সারাদেশে অবিলম্বে সেনা মোতায়েনের জন্য দলের পক্ষ থেকে দাবি জানানোর পর আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্ত এলো।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আজও সংবাদ সম্নেলনে বলেছেন, সহিংসতা রুখতে সেনাবাহিনী মোতায়েনের কোনো বিকল্প তারা দেখছেন না। তবে বেশ কিছুদিন আগেই নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়ারও দাবি জানিয়েছিলেন তারা।

Comments

The Daily Star  | English

Multiple blasts heard in Tehran, black smoke visible in east: AFP

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

19h ago