উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ছবি: বাসস

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতিটি ভোট এবং আসনই মূল্যবান এবং আপনার একটি ভোটই আমাদের সরকার গঠনে সাহায্য করতে পারে। প্রয়োজনীয় সংখ্যক আসন থেকে একটি আসনও যদি কম হয়ে যায় তাহলেই আমরা সরকার গঠন করতে পারবো না।’

আজ সকালে ফরিদপুরের ভাংগার মোড় এলাকায় একটি নির্বাচনী জনসভায় ভাষণে শেখ হাসিনা আরও বলেন, ‘কাজেই আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিতের সঙ্গে সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।’

ফরিদপুর-৪ আসনের মহাজোট প্রার্থী (ভাংগা, সদরপুর, চরভদ্রাসন) কাজী জাফরউল্লাহও সমাবেশে বক্তৃতা করেন এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সমাবেশে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে রাজধানীতে ফেরার পথে তার নির্বাচনী প্রচারণায় দ্বিতীয় দিনে ভাংগায় এই জনসভা করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে তাহলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। কাজেই, এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য একটি ভোটও আমাদের কাছে মূল্যবান। ’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত সরকারে এসেই সে কাজ বন্ধ করে দেয়।’

আওয়ামী লীগ সভাপতি এ সময় ’৯৬ পরবর্তী সময়ে তার সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো পরবর্তী বিএনপি-জামায়াত সরকার এসে বন্ধ করে দেওয়ার বিভিন্ন উদাহরণ টেনে বলেন, ‘বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের নানাকথায় বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু আপনাদের সবাইকে যার যার নিজের ভোট দিতে হবে এবং জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে হবে।’

প্রধানমন্ত্রী পরে ফরিদপুরের কামারপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণেও আরেকটি জনসভায় ভাষণ দেন।

রাজধানীতে ফেরার পথে আরও পাঁচটি এলাকায় নির্বাচনী জনসংযোগ এবং জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার। এগুলোর মধ্যে রয়েছে, রাজবাড়ি মোড়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাইয়ে রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ড এলাকা।

এর আগে শেখ হাসিনা সকাল ৯টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

যাত্রা শুরুর পূর্বে তিনি জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু করেন এবং সেদিন বিকেলে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেন।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

13h ago