গাজীপুরে বিএনপির প্রার্থী ফজলুল হক গ্রেপ্তার
গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জের বর্তুলে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফজলুল হক মিলনকে গ্রেপ্তারের খবর গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
ফজলুল হকের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হওয়া মোট মামলার সংখ্যা ১৭টি।
Comments