ইউটিউবে ইমরানের ‘বাংলাদেশ’

imran
কণ্ঠশিল্পী ইমরান। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী ইমরান ব্যক্তিগত উদ্যোগে দেশের গান করলেন। বিজয় দিবসকে সামনে রেখে আগামীকাল (১৫ ডিসেম্বর) ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

‘বাংলাদেশ’ শিরোনামের এই গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “পুরোপুরি নিজের উদ্যোগে দেশের গানটি করেছি। এর আগে ক্রিকেট বা অন্যান্য প্রজেক্টে দলীয়ভাবে গাইলেও এবারই প্রথম এককভাবে দেশের গান গাইলাম।”

“গানটিতে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলাদেশের পরিচয়, প্রাকৃতিক সৌন্দর্য এবং দেশকে ভালোবাসায় আহ্বান জানানো হয়েছে। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে,” যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago