টি-টোয়েন্টিতে শক্তি বাড়াল উইন্ডিজ

টেস্টে টাইগারদের কাছে ধবলধোলাই হয়েছে উইন্ডিজ। আর ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তারা। তাই নিজেদের প্রিয় সংস্করণ টি-টোয়েন্টিতে শক্তিটা আরও বাড়িয়েছে দলটি। ফিরিয়ে এনেছেন এভিন লুইস, কেসরিক উইলিয়ামস, শেল্ডন কট্রেলের মতো খেলোয়াড়দের।

টেস্টে টাইগারদের কাছে ধবলধোলাই হয়েছে উইন্ডিজ। আর ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তারা। তাই নিজেদের প্রিয় সংস্করণ টি-টোয়েন্টিতে শক্তিটা আরও বাড়িয়েছে দলটি। ফিরিয়ে এনেছেন এভিন লুইস, কেসরিক উইলিয়ামস, শেল্ডন কট্রেলের মতো খেলোয়াড়দের।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। আর তার ডেপুটি ওয়ানডে সংস্করণের অধিনায়ক রভম্যান পাওয়েল। লুইস-উইলিয়ামসদের সঙ্গে ফিরেছেন নিকোলাস পুরান, খ্যারি পিয়ের, ফ্যাবিয়ান অ্যালেন ও ওশেন টমাসও। তবে কিয়েরেন পোলার্ড, ওবেড ম্যাককয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না অতিথিরা। দুই খেলোয়াড়ই ভুগছেন ইনজুরিতে।

দল নিয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘উইন্ডিজে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জেতার পর আমরা বাংলাদেশে কঠিন প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে দিতে চাই। স্কোয়াডে কিয়েরেন পাওয়েল ও ওবেড ম্যাককয় নেই, দুই জনই ইনজুরিতে ভুগছেন। নির্বাচকরা তাই শেলডন কট্রেল ও কেসরিক উইলিয়ামসকে ফিরিয়ে এনেছে। এভিন লুইস ভারত সফর মিস করেছিল, সেও ফিরেছে। আমরা কার্লোস এবং তার দলকে সিরিজে প্রতিটি সাফল্যের জন্য শুভকামনা জানাই।’

সিলেটে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২২ ডিসেম্বর একই মাঠে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে এ সিরিজ।

উইন্ডিজ দল: কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়ান অ্যালান, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খ্যারি পিয়ের, এভিন লুইস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শাই হোপ, শেরফেন রাদারফোর্ড, শেলডন কট্রেল ও ওশেন টমাস।

Comments