টুইটারের কাছে এক ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার
মাইক্রোব্লগিং সাইট টুইটারের কাছে এক ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। টুইটারের ট্রান্সপারেন্সি প্রতিবেদন বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ওই অ্যাকাউন্ট-সম্পর্কিত তথ্য চাওয়া হয়।
কোনো দেশের সরকার টুইটারের কাছে কী ধরনের অনুরোধ করে, অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে তার তথ্য থাকলেও, যে ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছে তা উল্লেখ করা হয় না।
এর আগে, ২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে টুইটারের কাছে তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চারটি অনুরোধ করা হয়েছিল এবং তাতে সাড়া দিয়ে তথ্য দিয়েছিল টুইটার।
এছাড়াও, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে ২৫টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাইলে বাংলাদেশ সরকারকে ৬০ শতাংশ তথ্য দিয়েছিল টুইটার।
Comments