ভায়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয় পেল রিয়াল
লা লিগায় অবনমন অঞ্চলের দিকে থাকা রায়া ভায়েকানোকে হারাতে বেশ ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। করিম বেনজেমার একমাত্র গোলে ঘরের মাঠে ১-০ গোলের স্বস্তির জয় পেয়েছে দলটি। এ জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। তবে এ গোলে দারুণ অবদান রয়েছে লুকাস ভাসকেসের। ডিবক্সের মধ্যে বেনজেমাকে নিখুঁত এক পাস দেন তিনি। সে বল ধরে দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেনে এ ফরাসি স্ট্রাইকার। চলতি লিগে এটা তার ষষ্ঠ গোল।
এরপরও গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল। ১৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মারেন মার্কো আসেনসিও। ৩৫ মিনিটে টনি ক্রুসের দূরপাল্লার শট বারপোস্টে লেগে ফিরে আসে। ৫০ মিনিটে আবারো গোলরক্ষককে একা পেয়ে তার বরাবর শট নেন আসেনসিও। তবে গোল পেতে পারতো ভায়েকানোও। যোগ করা সময়ে থিবো কোর্তোয়া দুইবার হতাশ করেন তাদের। আলেক্স আলেগরিয়ার বাইসাইকেল কিক ঠেকানোর পর ফিরতি বলে এমিলিয়ানোর শটও ঠেকিয়ে দেন এ বেলজিয়ান।
কষ্টার্জিত জয় শেষে রিয়াল কোচ বললেন, ‘আমরা ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। তবে আমাদের আরও নিয়ন্ত্রণ রাখা উচিৎ ছিল। তবে দলের সবাই ভালো খেলেছে। আমরা এ নিয়ে কাজ করছি। আমি চেষ্টা করছি ভুল না করতে এবং সঠিক বদল আনতে। অবশ্যই এটা করব।’
বার্নাব্যতে কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে উড়ে গিয়েছিল রিয়াল। এ জয়ে সে দুঃস্বপ্নটা কিছুটা হলেও ঘুচল সান্তিয়াগো সোলারির দলের। ১৬ ম্যাচে ৯টি জয় ও ২টি ড্রয়ে রিয়ালের সংগ্রহ ২৯ পয়েন্ট।
Comments