বেঁচে থাকলেই হোপ কাল খেলবে: ব্র্যাথওয়েট

দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সেঞ্চুরি করে বাংলাদেশকে একা হারিয়ে দিয়েছিলেন শেই হোপ। শেষ ম্যাচেও একাই লড়াই করেন, যদিও হার না মানা সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। ওই ইনিংস খেলার সময় বলের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পুরোদমে ফিরছেন তিনি। এই সংস্করণের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট এই ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা বোঝাতে বললেন, বেঁচে থাকলেই কাল খেলতে নামবেন হোপ।
Shei Hope
অনুশীলনে ফুরফুরে শেই হোপ, কার্লোস ব্র্যাথওয়েটরা। ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সেঞ্চুরি করে বাংলাদেশকে একা হারিয়ে দিয়েছিলেন শেই হোপ। শেষ ম্যাচেও একাই লড়াই করেন, যদিও হার না মানা সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। ওই ইনিংস খেলার সময় বলের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পুরোদমে ফিরছেন তিনি। এই সংস্করণের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট এই ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা বোঝাতে বললেন, বেঁচে থাকলেই কাল খেলতে নামবেন হোপ। 

শেষ ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে মাথায় আঘাত পান হোপ। দলের নিয়মিত উইকেটকিপার হোপ পরে আর ফিল্ডিংয়ে নামেননি। মাথার আঘাতে ছিলেন পর্যবেক্ষণে। টি-টোয়েন্টি সিরিজের আগে ব্র্যাথওয়েট হোপের অবস্থা বোঝাতে আশ্রয় নিলেন রসিকতার, ‘শেই হোপ দারুণ ফর্মে আছে। টানা দুটি অপরাজিত সেঞ্চুরি করল। এমনকি সে যদি স্ট্রাচারে শুয়েও খেলতে চায় আমি সেই স্ট্রেচার বহন করব। সে খুব ভালো আছে, ফুরফুরে আছে। শতভাগ সেরে উঠার খুব কাছাকাছি আছে। সে যদি বেঁচে থাকে তাহলে কাল খেলবে।’

হোপ থাকছেন, ফরম্যাটটা টি-টোয়েন্টি হওয়ায় আশাও ফিরছে ক্যারিবিয়ানদের। কদিন পরই আসছে বড়দিন, তার আগে দেশের মানুষকে অন্তত একটা উপহার দিতে মরিয়া ব্র্যাথওয়েটরা, ‘দেশে মানুষ বড়দিনের একটা উপহার প্রত্যাশা করে। আশা করছি জিতেই বছরটা শেষ করতে পারব। আমরা এখনো মনে করি টি-টোয়েন্টি টি-টোয়েন্টি আমাদের সেরা ফরম্যাট। গত কদিনে অবশ্য গর্ব করার মতো ফল আসেনি। কিন্তু এখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, ভালো কিছু দিয়ে ২০১৮ দিয়ে বিদায় জানানোর সুযোগ আছে।'

 

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

8h ago