চাঁদপুরে ২ শিশুসহ দম্পতির লাশ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামের একটি বাড়ি থেকে আজ (১৭ ডিসেম্বর) সকালে এক দম্পতি ও তাদের দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
murder logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামের একটি বাড়ি থেকে আজ (১৭ ডিসেম্বর) সকালে এক দম্পতি ও তাদের দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, মঈনুদ্দিন (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৪), তাদের কন্যা সন্তান মিথিলা (৫) ও ছেলে সিয়াম (১)।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদ কবির বলেন, স্থানীয়রা আজ সকালে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা বোঝা না গেলেও পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও সন্তানদের হত্যার পর মাঈনুদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন পাটোয়ারি জানান, মাঈনুদ্দিন চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন। গতরাতে তিনি বাড়িতে আসেন।

Comments