‘সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা থাকবে না’
আজ (১৭ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত ইশতেহারে ‘কর্মসংস্থান ও শিক্ষা’ অনুচ্ছেদে বলা হয়েছে পুলিশ ও সামরিকবাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের জন্যে কোনো বয়স সীমা থাকবে না।
এতে বলা হয়, সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্যে কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না।
৩০ বছরের ওপরে শিক্ষিত বেকারের জন্যে বেকার ভাতা চালু করার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সক্ষমতা পরীক্ষা করে বাস্তবায়ন করার জন্যে একটি কমিশন গঠন করা হবে।
আগামী ৩ বছরের মধ্যে সব সরকারি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। ব্যাপক সংখ্যক নন-গ্র্যাজুয়েটের কর্মসংস্থান হবে কৃষি উৎপাদন এবং কৃষি বিপণন সমবায়ে।
দেশে কাজ করা ওয়ার্ক পারমিটবিহীন অবৈধ সব বিদেশী নাগরিকের চাকরি করা বন্ধ করা হবে।
শিক্ষিত বয়োবৃদ্ধদের জন্যে ন্যূনতম ভাতা রেখে অবৈতনিক খণ্ডকালীন কর্মসংস্থান করা হবে।
পিএসসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করা হবে। কোমলমতি শিক্ষার্থীদের জন্যে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা বৃদ্ধি করা হবে।
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে।
মোবাইল ইন্টারনেটের খরচ অর্ধেকে নামিয়ে আনা হবে। দেশের বিভিন্ন গণজমায়েতের স্থানে ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে।
প্রথম বছর থেকেই ডাকসুসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সরকারীভাবে শিক্ষা ব্যয় সুনির্দিষ্ট করা হবে।
মাদরাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান করা হবে। কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে শিক্ষাব্যস্থায় আমূল সংস্কারের জন্যে কমিশন গঠন করা হবে।
আরও পড়ুন:
‘গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা’
সরকারী চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা থাকবে না
‘ব্যাংক ও শেয়ারবাজার লুটেরাদের বিচার করা হবে’
ঐক্যফ্রন্টের ইশতেহারে ‘ট্রুথ কমিশন’
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যসহ নানা সংস্কারের প্রতিশ্রুতি
Comments