দেশের মালিকানা জনগণের হাতে নিতে হবে: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন যে সময় এসেছে জনগণকে এখন রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা নিজের হাতে নিতে হবে।
তিনি বলেন, “দেশের অর্থনীতি যেভাবে আঘাত প্রাপ্ত হয়েছে, প্রশাসন যেভাবে বিধ্বস্ত হয়েছে, আমাদের প্রশাসনকে যেভাবে গড়ার কথা ছিল তা করা হয়নি। স্বাধীনতা অর্জনের ৪৭ বছর অতিক্রান্ত হয়েছে। এটি তো খুব কম সময় নয়। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে, সময় এসেছে জনগণকে এখন রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা নিজের হাতে নিতে হবে।”
আজ (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, “প্রকৃত অর্থে জনগণ হবে ক্ষমতার মালিক। যে কারণে সেটি সংবিধানের সপ্তম অনুচ্ছেদে লেখা হয়েছিল। এতো জীবন দিয়ে যে স্বাধীনতা পেয়েছি। গত ৪৬ বছরে দেশে কতো কিছু ঘটলো, যেখানে জনগণ আর মালিকানায় থাকতে পারেনি।”
ঐক্যফ্রন্টের এই নেতা আরও বলেন, “আজকে এই নির্বাচনের গুরুত্ব হলো জনগণের মালিকানা ফিরে পাওয়ার। মানুষের মধ্যে আমরা সেই বিশ্বাসটা জাগিয়েছি। দেরিতে হলেও জনগণকে এই দেশের মালিক হতে হবে। দেশের অর্থনীতিকে গড়তে হবে।”
“শুধু ৭ শতাংশ, ৮ শতাংশ প্রবৃদ্ধি বললেই হবে না। এই উন্নয়নের ফসল ঘরে তুলতে হবে,” যোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা।
Comments