রিয়াল-বার্সার সহজ প্রতিপক্ষ, কঠিন প্রতিদ্বন্দ্বী পেল পিএসজি-জুভেন্টাস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এ প্রতিযোগিতার ড্র শেষে জানা গেল শেষ ষোলোতে কে কার মুখোমুখি হচ্ছে। তাতে কঠিন প্রতিপক্ষই পেয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস। স্পেনের অন্যতম শক্তিধর দল অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়তে হবে তাদের।
এছাড়াও কঠিন প্রতিদ্বন্দ্বী পেয়েছে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারা খেলবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলকেও লড়তে হবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। শেষ ষোলোয় তাদের প্রতিদ্বন্দ্বী জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। শেষ ষোলোর ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ আয়াক্স। আর বার্সেলোনার প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। এছাড়া বুরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে টটেমহ্যাম হটস্পার্সের আর এফসি পোর্তো লড়বে এএস রোমার বিপক্ষে।
সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদরদপ্তরে সোমবার অনুষ্ঠিত হয় ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র। শেষ ষোলোর প্রথম লেগের খেলাগুলো হবে আগামী বছরের ১২-১৩ ও ১৯-২০ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লেগ হবে ৫-৬ ও ১২-১৩ মার্চ। আগামী ১ জুন অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে এ লিগের ফাইনাল ম্যাচ।
দেখে নিন শেষ ষোলোতে কে কার মুখোমুখি:
বার্সেলোনা – অলিম্পিক লিঁও
রিয়াল মাদ্রিদ – আয়াক্স
জুভেন্টাস - অ্যাতলেটিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ – লিভারপুল
ম্যানচেস্টার সিটি - শালকে ০৪
প্যারিস সেইন্ট জার্মেই - ম্যানচেস্টার ইউনাইটেড
বুরুশিয়া ডর্টমুন্ড – টটেমহ্যাম হটস্পার্স
এফসি পোর্তো - এএস রোমা
Comments