ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতি ভূতের মুখে রাম নাম: আওয়ামী লীগ

১০ ডিসেম্বর আ. লীগের আলোচনা সভা

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারকে জাতির সঙ্গে তামাশা আখ্যা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বলেছে, তাদের মুখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কথা ‘ভূতের মুখে রাম নাম।’

ঐক্যফ্রন্ট ইশতেহার ঘোষণার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন,  ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার চলমান রাখা এবং দুর্নীতির রোধের যে অঙ্গীকার করা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। ঐক্যফ্রন্টেই যুদ্ধাপরাধী রয়েছে এবং তাদের নেত্রীই দুর্নীতির দায়ে কারারুদ্ধ। যুদ্ধাপরাধের বিচার তারা করবে এটা একটা হাস্যকর ব্যাপার, অবিশ্বাস্য। এটা জনগণের সঙ্গে নেহায়েত প্রতারণা ছাড়া আর কিছু না।

দলের পক্ষ থেকে বলা হয়, তারেক জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন হাওয়া ভবন তৈরি করে দুর্নীতির আখড়া তৈরি করেছিলেন। তিনি নিজে দুর্নীতির দায়ে দণ্ডিত। তাদের মুখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কথা ‘ভূতের মুখে রাম নাম।’

জামায়াতে ইসলামীর নেতাদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ারও সমালোচনা করা হয় আনুষ্ঠানিক এই প্রতিক্রিয়ায়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেনসহ আরো কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago